নয়াদিল্লি: আইএফএস আধিকারিকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির চাণক্যপুরীতে। বহুতলের চারতলা থেকে ঝাঁপ দেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মনে করা হচ্ছে, অবসাদ থেকেই এই ঘটনা ঘটান ওই আইএফএস অফিসার। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
Read More: জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় সংস্কারের সিদ্ধান্ত – অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার
জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানদের থেকে আলাদা থাকতেন জিতেন্দ্র রাওয়াত। স্ত্রী এবং সন্তানরা দেরাদুনে। চাণক্যপুরীর এমইএ সোসাইটির ওই বহুতলেরই একতলায় মাকে নিয়ে থাকতেন আইএফএস (IFS) অফিসার জিতেন্দ্র রাওয়াত। মানসিক অবসাদের জন্য চিকিৎসাও চলছিল ৪০ বছর বয়সী জিতেন্দ্রর। জিতেন্দ্র রাওয়াত ২০১১ ব্যাচের আইএফএস অফিসার। আগে তিনি উইপ্রোতে কর্মরত ছিলেন। ২০১০ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897639964176765072
দিল্লি পুলিশ জানিয়েছে, IFS অফিসারের মৃত্যুর ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। অফিসারের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘পরিবারের গোপনীয়তার সম্মান রক্ষার্থে ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।’