প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পরই সারা বাংলা জুড়ে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সার্বিক উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার অন্যতম হল গ্রামাঞ্চলের বিদ্যালয় সংস্কার। এবার ফের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলির সংস্কারের জন্য উদ্যোগী হল রাজ্য সরকার।
Read More: বাড়ল চুক্তিভিত্তিক গাড়ি-চালকদের বেতন – নয়া বিজ্ঞপ্তি রাজ্যের
বিভিন্ন কারণে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়ে সংস্কারের অভাবে ভুগছে, সেসব স্কুলকে চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেয় শিক্ষা দফতর। জানা গিয়েছে, রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফ থেকে জলপাইগুড়ি জেলার মোট ১০টি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে ৪৬,৭৬,৮৮৭ টাকা। ইতিমধ্যে স্কুল সংস্কারের জন্য টাকা বরাদ্দের চিঠি এসেছে জেলা প্রশাসন থেকে শুরু করে সেসমস্ত স্কুল বাছাই হয়েছে, তার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে।
খোঁজ নিয়ে জানা যায়, বহু পুরনো স্কুলে প্রায় ভগ্নপ্রায় দশা হয়েছে বেশ কিছু শ্রেণিকক্ষের। কোথাও ভাঙা অবস্থায় রয়েছে মিড ডে মিলের ঘর। অন্যদিকে জঙ্গলঘেরা এলাকায় হাতি বা অন্য কোনও বন্য প্রাণীর হানায় স্কুলের শ্রেণিকক্ষ ও সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই দ্রুত মেরামতির প্রয়োজন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1896949235842765165
প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে মেরামতির জন্য মোট বরাদ্দ থেকে দেওয়া হবে ২৩,৩৮,৪৪২ টাকা। মেরামতির কাজ শুরু হওয়ার পর প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়বারে দেওয়া হবে সম্পূর্ণ টাকা। গোসাঁইহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ রায় বলেন, “ব্লক অফিস থেকে ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা এসে দেখে গেছেন স্কুলের পরিস্থিতি। আমরা জানতে পেরেছি, খুব শীঘ্রই আমাদের স্কুল মেরামতের কাজ শুরু হবে।” এই বিষয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, মুখ্যমন্ত্রীর সব দিকে নজর রয়েছে। শুধুমাত্র এই দশটি স্কুলই নয়, আগামী দিনে মেরামতি বা আরও অন্যান্য কাজের জন্য টাকা পাবে আরও অনেক বিদ্যালয়।