প্রতিবেদন : গাফিলতির কারণ হিসেবে অদ্ভুত সাফাই! যা শুনেই হাসিতে ফেটে পড়ছেন প্রত্যেকে। বিজেপিশাসিত উত্তরপ্রদেশ সময়মতো অফিসে পৌঁছতে পারছেন না সশস্ত্র বাহিনীর এক কনস্টেবল। আর দেরির কারণ হিসেবে তিনি দায়ী করলেন স্ত্রীকে! বললেন, রাতে তিনি স্বপ্ন দেখেন, স্ত্রী নাকি তাঁর রক্ত খেয়ে নিচ্ছেন, তাই রাতে ঘুম হয় না! রাতে অপর্যাপ্ত ঘুম হওয়ার ফলেই নাকি সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে পারেন না তিনি।
Read More: ফেসবুক-ইমেলেও আয়করের হানা! কেন্দ্রের নয়া বিলে গোপনীয়তার অধিকার ভঙ্গের অভিযোগ
উত্তরপ্রদেশের প্রাদেশিক সশস্ত্র বাহিনী পিএসি-র ৪৪ নম্বর ব্যাটালিয়নের এক কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির কারণ দেখিয়ে জবাব দিতে বলা হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি নোটিশ জারি হয়েছিল। নোটিশের নীচে বাহিনীর ৪৪ নম্বর ব্যাটালিয়নের জি-স্কোয়াড কমান্ডার মধুসুদন শর্মার সই ছিল। সূত্রের খবর, অভিযুক্ত ওই কনস্টেবলের সকাল ৯টায় কাজে যোগ দেওয়ার কথা ছিল। তবু তিনি দেরিতে পৌঁছেছিলেন। তিনি সঠিক পোশাক পরে ছিলেন না এবং দাড়ি কামানো ছিল না। সবমিলিয়ে ওই কনস্টেবল একেবারে কর্মক্ষেত্রের উপযুক্ত ছিলেন না। কনস্টেবল যে প্রায়শই কাজে আসতে দেরি করেন, সে কথাও বলা হয় নোটিশে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897605666803695838
এরপর জবাবের চিঠিতে কনস্টেবল জানান ব্যক্তিগত কিছু কারণে আগের রাতে ঘুম না-হওয়ার ফলে ১৬ ফেব্রুয়ারি কাজে যোগ দিতে তাঁর দেরি হয়েছে। তিনি জানান, স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল আর তারপর থেকেই ঘুমোলেই স্বপ্ন দেখতেন স্ত্রী তাঁর বুকের উপর উঠে বসে রক্ত খাওয়ার চেষ্টা করছেন! তাই ভয়ে তিনি রাতে ঘুমাতে পারেন না। ইতিমধ্যেই ওই কনস্টেবলের ব্যাখ্যা-সহ চিঠিটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তারপরই উঠেছে হাসির রোল। সশস্ত্র বাহিনীর তরফে জানানো হয়েছে, চিঠিটি খতিয়ে দেখা হচ্ছে।