শহরে ফের ঘটল বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার আমতায় নতুন রাস্তার কাছে থাকা একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। রাত ১২টা নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা নজরে আসে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। সারা রাত ধরেই চলে আগুন নেভানোর কাজ। ভোর পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্মীরা মনে করছেন, প্লাস্টিক কারখানা হওয়ার ফলেই আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তাই অনেকটা সময় পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনকে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঠিক কী কারণে আগুন লাগল সেটা যদিও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অন্তর্ঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারখানার শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ।