মুকেশ আম্বানির সংস্থার এবার নতুন চমক জিও কয়েন। বেশ কিছুদিন ধরেই জিও কয়েন সকলের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই এই জিও কয়েন আসলে কি তা বুঝে উঠতে পারছেন না। আবার যারা বুঝছেন তারা জিও কয়েন সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছেন এবং এর দাম কত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন। আবার অনেকেই ভাবছেন মুকেশ আম্বানির এই নতুন চমক জিও কয়েন কি বিনামূল্যে পাওয়া যেতে পারে!
এই জিও কয়েন আসলে কি? এটি একটি ডিজিটাল মুদ্রা, তবে একে এখনই ইথেরিয়াম বা বিটকয়েনের মতো ব্লকচেইন চালিত ক্রিপ্টোকারেন্সি বলা যাচ্ছে না। বরং, জিও কয়েনকে রিওয়ার্ড টোকেন বা ডিজিটাল লয়ালটি পয়েন্ট হিসেবে ধরা যেতে পারে। জানা যাচ্ছে, জিও কয়েন পলিগন ব্লকচেইনে তৈরি এবং এটি জিও-এর বিভিন্ন পরিসেবা প্রদানকারী অ্যাপগুলির মধ্যে ব্যবহার করা যাবে। জিও-এর অ্যাপগুলিতে কেনাকাটা করলে এই কয়েনগুলি অর্জন করা যাবে।
ব্যবসায়ীদের মতে এই জিও কয়েনের একটি টোকেনের দাম আনুমানিক ০.৫০ ডলার, অর্থাৎ প্রায় ৪৩.৩০ ভারতীয় টাকা হতে পারে। তবে রিলায়েন্স এখনো জিও কয়েন-এর দাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। জিও কয়েন জমানোর জন্য আপনাকে মোবাইলে জিও স্ফেয়ার অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
আরও জানা গিয়েছে, এই অ্যাপটি ইনস্টল করার পরে, অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার শুরু করুন। অ্যাপটি ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনি পুরস্কার হিসেবে কয়েন পেতে থাকবেন, যা অ্যাপের পলিগন ওয়ালেটে জমা হতে থাকবে। জিও-এর বিভিন্ন অ্যাপে ডিসকাউন্টের জন্য এই কয়েনগুলি ব্যবহার করা যাবে।