এবার বাড়িতে বাড়িতে মহিলাদের কাছে পৌঁছে যেতে চলেছে সমস্ত প্রকল্পের সুবিধা। এমনই উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আলাপচারিতা’ কর্মসূচি। ২৭ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে তা। লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতো প্রকল্প এককথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাস্টারস্ট্রোক’। এর ফলে মহিলাদের একটা বড়ো অংশের ভোট আসে তৃণমূলের ভোটবাক্সে।
উল্লেখ্য, বাম আমল থেকে সিঙ্গুর, নন্দীগ্রাম-সহ একাধিক গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার পর বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলি। দীর্ঘদিনের আন্দোলন, মানুষের সঙ্গে জনসংযোগের মিলিত প্রয়াসে একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছে। সমাজের প্রতিটি শ্রেণির সঙ্গে যোগাযোগ নিবিড়তর করতেই এই নতুন পদক্ষেপ নিয়েছে ঘাসফুল শিবির।
