আজ থেকেই শুরু বাঙালির প্রিয় বই-পার্বণ। মঙ্গলবার বিকেল ৪টায় ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এবছর স্টলের সংখ্যা সর্বাধিক। ফোকাল থিম কান্ট্রির প্যাভিলিয়নেও থাকছে বিশেষত্ব। কারণ, যাঁর হাতে জার্মানিরপ্যাভিলিয়ন তৈরি হচ্ছে, তিনি একজন বাঙালি স্থপতি। নাম অনুপমা কুণ্ডু। জন্ম ভারতেই। কর্মসূত্রে রয়েছেন বার্লিনে। কলকাতায় তাঁর প্রথম কাজ এটীই। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে হবে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এবছর ইংরেজি প্রকাশনার যে এসি প্যাভিলিয়ন থাকত, তা আর থাকছে না। স্টল খুঁজে পেতে তৈরি হয়েছে বইমেলার মোবাইল অ্যাপ। মেলার ৯টি গেটেই থাকবে কিউ আর কোড। স্ক্যান করলেই গাইডম্যাপ মিলবে।
প্রসঙ্গত, ছোট ও বড় মিলিয়ে এবার ১০৫৭টি স্টল হয়েছে। এখনও পর্যন্ত বইমেলার ইতিহাসে যা সর্বাধিক। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর পাঠকদের জন্য উন্মুক্ত হবে বইমেলার দরজা। এবছর বাংলাদেশ প্যাভিলিয়ন থাকছে না। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার ফোকাল থিম কান্ট্রি হয়েছে জার্মানি। থিম কান্ট্রির প্যাভিলিয়ন তৈরি করছেন স্থপতি অনুপমা কুণ্ডু। শতাধিক বুকশেল্ফ দিয়ে তৈরি হচ্ছে প্যাভিলিয়ন। লোহার কাঠামোয় ঝুলন্ত অবস্থাতেও থাকছে বুকশেল্ফ। প্যাভিলিয়নের ভিতরে দাঁড়িয়ে দেখা যাবে আকাশের নীল রঙ। ‘সেল্ফ লাইফ’ নামকরণ করা হয়েছে থিমের।
