অপেক্ষায় ইতি সিনেপ্রেমীদের। শুরু হয়ে গেল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এর জন্য। প্রতিবারের মতো এবারও দেখা গেল তারকাখচিত উৎসবের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বসল চাঁদের হাট। আজ, বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা ঘটল সিনে-পার্বণের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিল প্রায় পুরো টলিউড। শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে ‘কিফ’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেবও। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হল। রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে-কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। চিরঞ্জিৎ, সব্যসাচীকে সংবর্ধনা জানালেন কৌশানী মুখোপাধ্যায়।
পাশাপাশি, সৃজিতকে সংবর্ধনা জানালেন দেব। অনুষ্ঠানের ‘থালি গার্ল’-এর ভূমিকায় ছিলেন তৃণা সাহা। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন যীশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে, ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। তারকা সমাবেশে চলচ্চিত্র উৎসবে হালকা মেজাজে ধরা দিলেন মমতা। কখনও দেবের সঙ্গে কথোপকথনে দেখা গেল তাঁকে, আবার কখনও বা উদ্বোধনের আগে দর্শকাসনে বসে গুনগুনিয়ে গানও গেয়ে উঠলেন তিনি। এবারের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হল তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষও পালিত হচ্ছে এবারের উৎসবে। মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে। উৎসব চলবে ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি৷ প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। ২৯টি দেশ থেকে অংশ নিচ্ছে মোট ১৭৫টি ছবি। রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপান-সহ বিভিন্ন দেশের ছবি। তবে থাকছে না বাংলাদেশের কোনও চলচ্চিত্র। কম্পিটিশন ক্যাটেগরিতে থাকছে ৪২টি ফিচার ফিল্ম এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন-কম্পিটিশন ক্যাটেগরিতে থাকছে ১০৩টি ছবি। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ-সহ ২০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি। উল্লেখ্য, ইরানি চলচ্চিত্রনির্মাতা জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এই ছবিটির। ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রোজ নন্দন চত্বরের একতারা মঞ্চে বসবে ‘সিনে আড্ডা’র আসর। উৎসবের সমাপ্তি-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর, রবীন্দ্রসদন অডিটোরিয়ামে, বিকেল ৫টায়।