এবার খোদ রাজধানীর বুকেই জম্মু-দিল্লী দুরন্ত এক্সপ্রেসের দুটি এসি কামরায় লুটপাট চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে দিল্লীর বাদলি স্টেশনের কাছে জম্মু থেকে দিল্লীগামী এই ট্রেনের বি৩ এবং বি৭ কোচে জনা ৭-১০ দুষ্কৃতী হামলা চালায় বলে খবর।
যাত্রীদের দাবি, সবে মাত্র তখন ট্রেনটি থেমেছিল উত্তর দিল্লির বাদলি স্টেশনে। তখনই জনা ৭-১০ জন হুড়মুড়িয়ে ঢুকেছিল ট্রেনের ভিতর। তাদের মুখে কাপড় বাঁধা। আগন্তুকরা রীতিমতো লণ্ডভণ্ড করে দেয় বি৩ এবং বি৭ কামরা দুটি। তারপর যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে অবাধে লুঠপাট চালায় তারা। মাত্র ১০-১৫ মিনিটের অপারেশেন। এরই মধ্যে যাত্রীদের মোবাইল, নগদ টাকা, এটিএম কার্ড, গয়না-সব লুট করে চোখের নিমেষে অদৃশ্যও হয়ে যায় ওই দুষ্কৃতীরা। পরে যাত্রীরা অনলাইনে অভিযোগ জানান।
খোদ রাজধানীর বুকে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনে এহেন ডাকাতির ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা। যাত্রী নিরাপত্তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন ঘটনার সময় ট্রেনে উপস্থিত যাত্রীরাই। সকলেরই প্রশ্ন, ট্রেনটিতে নিরাপত্তা রক্ষী ছিলেন কি না, থাকলেও তাঁরা কোথায় ছিলেন? তবে যাত্রীদের অভিযোগের পরই দ্রুত বিবৃতি দিয়ে তদন্তের কথা ঘোষণা করা হয়েছে। ডাকাতির তদন্তভার আরপিএফের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নর্দান রেলের তরফে।