উত্তরপ্রদেশে সপা-বসপা জোটে জোর ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির। ‘ইন্ডিয়া টিভি’ এবং ‘সিএনএক্স’-এর সমীক্ষায় উঠে এল এই তথ্য। সমীক্ষায় প্রকাশ, উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা নেমে যেতে পারে ২৯-এ।
২০১৪-এর নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৭১টি দখল করেছিল বিজেপি। আপনা দলের মতো শরিকদের ২টি আসন যোগ করে ৭৩টি। কিন্তু সমীক্ষায় প্রকাশ, এবার এক ধাক্কায় ৪৪টি আসন কমে যেতে পারে বিজেপির। ৪৯টি আসন পেতে পারে অখিলেশ-মায়াবতীর দল। গত লোকসভা নির্বাচনে সপা পেয়েছিল ৫টি আসন। বসপা একটিও পায়নি। সমীক্ষা বলছে, কংগ্রেসকে এবার স্রেফ আমেঠী এবং রায়বেরিলি নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে।
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে ৩২টি আসন আছে। সমীক্ষা অনুযায়ী, জোট ঘোষণার আগে ও পরে পূর্বাঞ্চলে বিজেপি শরিক আপনা দল একটিই আসন পাচ্ছে। পূর্বাঞ্চলে একটি আসন বাড়তে পারে সপা-র। গত লোকসভা নির্বাচনের ১০টির পরিবর্তে এবার ১১ টি। জোট ঘোষণার ওই অঞ্চলে বসপা-র ৭টি আসন পাওয়ার সম্ভাবনা। সপা-বসপা জোট বাঁধার আগে বিজেপির ১৬ টি আসন প্রাপ্তির সম্ভাবনা দেখেছিল সমীক্ষা। জোট ঘোষণার পর তাদের আসন সংখ্যা ৩টি কমে ১৩টি হবে।
বুন্দেলখণ্ডে ৪টি লোকসভা আসন। সপা-বসপা ২টি করে আসন পাবে বলে জানাচ্ছে সমীক্ষা। বিজেপি এখানে খালি হাতে ফিরবে বলে জানানো হচ্ছে। অওধের ১৪ টি লোকসভা আসনের মধ্যে পড়ে রায়বেরিলি ও আমেঠি। এখানে সপা ৫টি পেতে পারে। বসপা ৪ টি পেতে পারে। বিজেপি কমে যেতে পারে ৩টিতে।
পশ্চিম উত্তরপ্রদেশে ৩০ টি লোকসভা আসনের মধ্যে আরএলডি ২ টি আসন পেতে পারে। সপা পেতে পারে ৯টি। বসপা ৭ টি পেতে পারে। জোটের পর আরও একটি আসন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর জোট ঘোষণার আগে সমীক্ষা বিজেপিকে ১৬টি আসন দিলেও এখন দিচ্ছে ১২টি।