এবার তামিলনাড়ুর কোয়ম্বত্তূর আসনে ডিএমকে-কংগ্রেস-বাম জোটের প্রার্থী ডিএমকে-র গণপতি পি রাজকুমারের সমর্থনে সভা করলেন রাহুল গান্ধী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। একযোগে তাঁরা বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কংগ্রেস ও ডিএমকে নেতাদের দাবি, এই জনসভায় পাঁচ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। যা থেকে স্পষ্ট, তামিলনাড়ুর ৩৯টি-র মধ্যে সব আসন ডিএমকে নেতৃত্বাধীন জোট জিততে চলেছে।
রাহুল বিজেপির বিরুদ্ধে তামিল সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাকে নিশানা করার অভিযোগ তুলে বলেন, ‘নরেন্দ্র মোদী, আদানি, আরএসএস-কে তামিল জনগণ প্রশ্ন করছেন, আপনারা কেন আমাদের ভাষা, ইতিহাস, ঐতিহ্যকে আক্রমণ করছেন? এখানে এসে বলেন, আপনার ধোসা ভাল লাগে। দিল্লি গিয়ে বলেন, এক রাষ্ট্র, এক নেতা, এক ভাষা। কেন একটাই ভাষা হবে? কেন তামিল, বাংলা, কন্নড়, মণিপুরির জন্য জায়গা থাকবে না?’
সোনিয়া পুত্র আরও বলেন, ‘এবারের লোকসভা নির্বাচনে গণতন্ত্র রক্ষার লড়াই। তামিলনাড়ু দেশকে পেরিয়ার, আন্নাদুরাই, কামরাজ, করুণানিধির মতো ব্যক্তিত্ব দিয়েছে। সামাজিক ন্যায়ে অনুপ্রেরণা জুগিয়েছে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তামিলনাড়ু সামনের সারিতে থাকবে।’ রাহুলের দাবি, ‘খুব শীঘ্র এক ঝড় এসে আদানি সরকারকে ক্ষমতা থেকে উড়িয়ে দেবে।’