ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। একাধিক বার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশনের, সমগ্র শিক্ষা অভিযানের প্রাপ্যের পর এবার উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগেও বঞ্চনার শিকার হল বাংলাবাসী। বাংলাকে বাদ রেখেই এবারের মতো উজ্জ্বলা যোজনায় নতুন গ্যাস সংযোগের টার্গেট পূরণ করে ফেলল মোদী সরকার। আবেদন করেও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলেন লক্ষ লক্ষ বাঙালি। ফের একবার মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হল বাংলা। গত সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল, ৭৫ লক্ষ পরিবারকে নতুন করে বিনা পয়সায় গ্যাস সংযোগ দেবে কেন্দ্র। বাংলা থেকে ভাল সংখ্যায় আবেদন জমা পড়ে। শর্ত বেঁধে দিয়ে মোদী সরকার জানায়, বিপিএল তালিকাভুক্তদের সরাসরি গ্যাস সংযোগ আর দেওয়া হবে না। এই প্রক্রিয়ায় রাজ্য সরকারকে অংশ নিতে হবে।
পাশাপাশি জানানো হয়, প্রতিটি জেলায় সংশ্লিষ্ট জেলাশাসকের নেতৃত্বে কমিটি গড়া হবে। গ্যাস বা তেল সংস্থার কর্তাদের পাশাপাশি সমাজের মান্যগণ্যদের নিয়ে কমিটি তৈরি হবে। গ্যাস কারা পাবে বা কারা পাওয়ার যোগ্য নয়, ওই কমিটিই তা ঠিক করবে। ভুলত্রুটি হলে, দায় থাকবে জেলাশাসকের। কিন্তু এর পর কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয় মোদী সরকারের প্রকৃত উদ্দেশ্য। জেলাশাসককে কেবল সই করার ক্ষমতার দিয়ে কমিটিতে ঠাঁই দেওয়া হচ্ছে। গণ্যমান্যদের হাতেই আসল ক্ষমতা থাকছে। আর বিজেপি-ঘনিষ্ঠদেরই গণ্যমান্য হিসেবে জায়গা দেওয়া হচ্ছে। রাজ্যের দাবি, যে নিয়মে প্রথম থেকে উজ্জ্বলার সংযোগ দেওয়া হয়েছে, সেভাবেই হোক। এরপর গ্যাস সংস্থার কর্তাদের কমিটির মাথায় রেখে, বণ্টনের উদ্যোগ নেওয়া হয়। সেই মর্মে নির্দেশ আসে ডিস্ট্রিবিউটরদের কাছে।