এবার উত্তরবঙ্গের লোকসভা আসনগুলি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়ে নয়া স্ট্র্যাটেজি নিয়ে নির্বাচনী ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গজুড়ে পরপর নির্বাচনী সভা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ভোট স্ট্র্যাটেজি নিয়ে জমি প্রস্তুত করতে নামছেন তাঁর সেনাপতি অভিষেক। উত্তরবঙ্গে পরপর কর্মিসভা করবেন তিনি।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই প্রচার শুরু তৃণমূল নেত্রীর। তার আগে সোমবারই উত্তরবঙ্গ পৌঁছচ্ছেন অভিষেক। শিলিগুড়িতে তাঁর পর পর কর্মিসভা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কর্মীদের সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যারাথন এই বৈঠক থেকেই জরুরি বার্তাটুকু দিয়ে দেবেন অভিষেক। পরদিন ২ এপ্রিল তাঁর বৈঠক কোচবিহারে। সেখানেও কর্মিসভা। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি-এই তিন জেলার ভোট প্রথম দফায়। যার জেরে এই তিন জেলাকে সামনে রেখে শুরুতেই ময়দানি লড়াইয়ের বার্তা দিয়ে দেবেন অভিষেক।
উল্লেখ্য, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার–তিনটি কেন্দ্রই বিজেপির দখলে। পঞ্চায়েতের প্রচারে এসে এই এলাকার সমস্যা ধরে ধরে উল্লেখ করে অভিষেক বোঝাতে চেয়েছিলেন, বিজেপি এই এলাকাগুলিতে কোনও উন্নয়নের কাজ করেনি। উল্টে বাংলার টাকা আটকে দিতে কেন্দ্রের কাছে দরবার করেছে। সঙ্গে উস্কানি দিয়েছে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করে দেওয়ার। অভিষেকের আর্জি ছিল মানুষ স্রেফ অধিকার আর উন্নয়নের নিরিখে ভোট দিন। বিপুল জয় পায় তৃণমূল। সেই ভিতের উপর দাঁড়িয়ে এবার তৃণমূল লোকসভার মতো ভোটে বড় পরীক্ষায় নামছে। তারই সুর বেঁধে দেবেন অভিষেক।