আবগারি মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদন নাকচ করে দেয় দিল্লি হাই কোর্ট। আর তারপরই বৃহস্পতিবার সন্ধেয় বিশাল পুলিশ বাহিনী নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছয় ইডি। টানা ঘণ্টা দুয়েক জেরা এবং তল্লাশির পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তারা।
এবার কেজরির সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করল তাঁর দল আম আদমি পার্টি। এই পরিপ্রেক্ষিতে আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং টুইট করে জানিয়েছেন, কেজরিওয়াল একজন সিটিং মুখ্যমন্ত্রী, যিনি জেড প্লাস নিরাপত্তা পান। এখন তিনি ইডি হেফাজতে। তাঁর সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে আপ শিবির চিন্তিত বলেই দাবি করেন অতিশী।