আরও একবার প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া আক্রমণে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা থেকে অভিজিৎবাবুকে ‘গোখরো’র সঙ্গে তুলনা করেন মমতা। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছিলেন অভিজিৎবাবু। তুলেছিলেন, ‘নো ভোট টু তৃণমূল’ স্লোগান। এদিন মমতা বলেন, “বিচারব্যবস্থাকে আমি হাতজোড় করে বলব, আপনাদের কাছে মানুষ যায় বিচার পেতে। মানবিকতার ন্যায়ের জন্য। দয়া করে আপনি বিজেপির চেয়ারে বসবেন না। আপনি বিচার করবেন না। এতে কাজ হয় না। জনতার কষ্ট হয়। জনতার মন খারাপ হয়। আমি বিচারব্যবস্থাকে সম্মান করি।”
আর এর পরই নাম না করে অভিজিৎবাবুকে আক্রমণ করেন মমতা। “আমি আলাদা করে কাউকে বলছি না। কিন্তু ওদের মুখোশ তো দেখছেন। কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখরে। পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। এতদিন অনেক বিচার করেছো। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়েছো। এবার তোমাদের বিচার হবে। জনগণ বিচার করবে, কী করে তোমরা এত চাকরি খেয়েছো”, স্পষ্ট জানান তৃণমূল নেত্রী।