জেলা প্রশাসনের কেউ যদি দুর্ব্যবহার করেন, সমস্যার সমাধানে উদাসীনতা দেখান কিংবা অন্য কোনও সমস্যা হয়, তাহলে বোর্ডের সদস্যরা সরাসরি আমার কাছে অভিযোগ জানান। বৃহস্পতিবার নবান্নে আদিবাসী বোর্ডগুলির সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বিভিন্ন শ্রেণির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নিজে বেশ কয়েকটি পৃথক বোর্ড তৈরি করে দিয়েছেন। সেসব বোর্ডের কাজ কেমন চলছে, তা নিয়ে নিজেই বার বার খোঁজ নেন তিনি। গতকাল তফসিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়ন বোর্ডের সদস্যদের নবান্নে ডেকে বৈঠক করেন মমতা। তাদের সমস্যা, দাবিদাওয়ার কথা জানতে চান।
সূত্রের খবর, কয়েকটি বোর্ডের তরফে অভিযোগ জানানো হয়েছে যে জেলা প্রশাসন তাঁদের প্রতি উদাসীন। সমস্যার কথা জানিয়েও সুরাহা মিলছে না। বাঁকুড়ার বাউল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁদের সঙ্গে এমন কোনও সমস্যা হয়নি। কিন্তু তিনি বৈঠকে শুনেছেন, কেউ কেউ এই অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে।
এরপরই চার জেলার জেলাশাসকের ওপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অফিসারদের কাজের জন্য নবান্নের বদনাম হচ্ছে। মুখ্যসচিবকে বিষয়টি দেখতে বলেন। বার বার উল্লেখ করেন, অফিসারদের জন্য সরকারের বদনাম যেন না হয়।
মুখ্যমন্ত্রী আরও জানান, জেলা প্রশাসনের তরফে এধরনের কোনও আচরণ পেলে সরাসরি তাঁকেই বলা হোক। জেলাশাসক বা পুলিশ সুপারদের জানিয়েও কাজ না হলে তিনিই ত্রাতা হয়ে উঠবেন। এ নিয়ে কারও মনে যেন কোনও দ্বিধা না থাকে, বার বার সেকথা বোর্ডের সদস্যদের জানান মুখ্যমন্ত্রী।