চোটে জর্জরিত। যার ফলে টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে চলেছেন অ্যান্ডি মারে।শুক্রবার মেলবোর্নে সংবাদ সম্মেলন করে অবসর ঘোষণা দেওয়ার সময় বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন নাম্বার ওয়ান। বেশ কিছুক্ষণ ধরে মাথা নিচু করে কাঁদলেন তিনি। বেশ কয়েকবার চোখ মুছতে দেখা যায় তাকে।
ইনজুরির কারণে ১৫ বছরের টেনিস ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিটিশ টেনিস তারকার। এখনও হিপ সার্জারির রেশ কাটেনি তার।
প্রাক্তন এক নম্বর ও তিনটি গ্রান্ডস্ল্যাম জয়ী তারকা বলেছেন, ‘বেশ কিছু নিয়ম মেনে আমাকে খেলতে হচ্ছে। কিন্তু চোট এতটাই ভোগাচ্ছে যে ঠিকমত অনুশীলন করতে পারছি না। টুর্নামেন্ট খেলা তো আরও কঠিন ব্যাপার।’ ৩১ বছরের মারে চান চলতি বছরের উইম্বলডন খেলে অবসর নিতে। কিন্তু চোটের জন্য হয়ত অস্ট্রেলিয়ান ওপেনের পরেই কোর্ট থেকে বিদায় নেবেন তিনি।
৭৭ বছর পর ব্রিটিশ হিসেবে মারে জিতেছিলেন উইম্বলডন। মারে বলেছেন, ‘উইম্বলডন খেলে থেমে যাওয়ার ইচ্ছে রয়েছে। কিন্তু তা পারব কিনা বলতে পারছি না। দীর্ঘদিন ধরে চোট ভোগাচ্ছে। আমি নিশ্চিত নই যে এই চোট নিয়ে আগামী চার–পাঁচ মাস খেলতে পারব কিনা।’ চোটের জন্যই গতবছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ান মারে। তারপর থেকেই নিজের স্বাভাবিক ছন্দে নেই তিনি। গতবছর জুনে কোর্টে ফিরলেও চেনা ছন্দে পাওয়া যায়নি মারেকে। সেকারণেই মারে বলে গেলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনই হয়ত আমার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে।’