বিজেপির বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে শরিক দল শিবসেনা। এবার রাফাল যুদ্ধবিমান চুক্তির মতোই ফসল বিমা মোদী সরকারের আরেকটা দূর্ণীতি বলে তোপ দাগলেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করেছেন মোদী। কিন্তু এখনও পর্যন্ত কতজন কৃষক সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন, জানতে চান উদ্ধব। তাঁর কথায়, ‘গালভরা প্রতিশ্রুতি আর ঘোষণায় চিঁড়ে ভিজবে না। লোকসভা ভোটে জোট নিয়ে ঘোঁট না পাকিয়ে কৃষকদের সমস্যা সমাধানে নজর দিন’।
দু’দিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পরোক্ষে হুমকি দিয়ে বলেছিলেন, ‘যারা আমাদের সঙ্গে জোট করবে না, তাদের হারাব’। তারপরেই মহারাষ্ট্রের খরাদূর্গত মারাঠাওয়াড়া এলাকায় গিয়ে গলা চড়ালেন উদ্ধব। বিঁধেছেন মোদীর বিদেশ সফর, রাফাল চুক্তি, মন্দির নির্মাণ, কৃষক দূর্দশা নিয়েও।
মোদীকে কটাক্ষ করে উদ্ধব বলেন, ‘আমি মনের কথা (মন কি বাত) বলি না, জনতার কথায় (জন কি বাত) বিশ্বাস করি। ফসল বিমার নামে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। সাইনাথ নামের এক ব্যক্তির যথেষ্ট দখল রয়েছে এই বিষয়ে। তিনিই লিখেছেন ফসল বিমা রাফালের মতোই বড়রকমের দূর্ণীতি’।
উচ্চবর্ণের জন্য সংরক্ষণ নিয়েও মোদীকে তোপ দাগেন উদ্ধব। বলেন, ‘ক্ষমতাসীনরা কর্মসংস্থান এবং দারিদ্র মোকাবিলায় ব্যর্থ হলেই সংরক্ষণের কার্ড খেলেন। এবারও ভোটের সবার্থে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটবাতিল এবং জিএসটির কবলে দেড় কোটি মানুষ চাকরি খুইয়েছেন। তরুণ প্রজন্ম হতাশ’।