ইডি হেফাজতে থাকাকালীনই বারবার তাঁর মুখে শোনা গিয়েছে শারীরিক অসুস্থতার কথা। নিজের বাম দিক অবশ হয়ে যাচ্ছে, পক্ষাঘাত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর. এবার জেল হাসপাতালের রিপোর্টেও মন্ত্রীর শারীরিক অবস্থা ‘আনফিট’ বলে উল্লেখ করা হল।
বৃহস্পতিবার ফের আদালতে পেশ করার কথা রয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুকে। জেল হাসপাতালের ওই রিপোর্ট এদিন আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, ‘অসুস্থতা’র কারণে এদিন সশরীরে মন্ত্রীকে আদালতে হাজির করানো হবে না। পরিবর্তে ভার্চুয়ালি তিনি প্রেসিডেন্সি জেল থেকে যোগ দেবেন আদালতের শুনানিতে। আদালতের নির্দেশে রবিবার থেকে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীকে রাখা হয়েছে জেলের পহেলা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলে।
সূত্রের খবর, আর পাঁচজন বন্দির মতো মেঝেতে কম্বল বিছিয়েই শুতে হচ্ছে মন্ত্রীকে। এমনকী বন্ধ হয়েছে বাড়ির খাবারও। ওই সূত্রের দাবি, মঙ্গলবার সকাল থেকেই মন্ত্রী গোঁ ধরেছিলেন, জেলে থাকবেন না। সাত নম্বর সেলের পাশ দিয়ে জেলের কোনও রক্ষীকে যেতে দেখলেই তাঁকে ডেকে অনুরোধের সুরে বলছেন, ‘সুপারকে বলুন, আমার শরীর খুব খারাপ। মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে। প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’
এবার জেলের হাসপাতালের তরফেও মন্ত্রীকে আনফিট লিখে দেওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এদিন আদালতে আবেদন জানাতে পারেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। অন্যদিকে মন্ত্রীর চিকিৎসায় ইডি বরাবর ভরসা রেখেছে কমান্ড হাসপাতালে। যদিও প্রথম থেকেই কমান্ড হাসপাতাল মন্ত্রীর চিকিৎসা করতে রাজি নয়।