এতদিন সরকারি কর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বহু রোগের চিকিৎসা করাতে পারতেন না। তবে এবার মুশকিল আসান করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে হাসপাতালে চিকিৎসা করানোর ক্ষেত্রে আরও কিছু নতুন রোগের নাম যুক্ত হলো। এর ফলে বিশেষ ভাবে উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মীরা।
নয়া নির্দেশিকা অনুযায়ী, আরও ১৭টি রোগ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় এসেছে। এর মধ্যে আছে টিবি, হেপাটাইটিস বি/সি, লিভারের অসুস্থতা, টাইপ ১ ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, হার্টের রোগ, নিউরোলজিক্যাল ডিজ়অর্ডার, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, কিডনি ফেলিয়োর, থ্যালাসেমিয়া, দুর্ঘটনায় জখম হওয়া, রুট ক্যানাল ট্রিটমেন্ট, সিওপিডি এবং কোভিড ১৯।