আরও একবার বড়সড় বিতর্কের মুখে পড়ল ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশ। এবার রেশন ব্যবস্থা নিয়ে অভিযোগের নিরিখে দেশে শীর্ষস্থান দখল করল বিজেপিশাসিত এই রাজ্য। খোদ মোদী সরকারের পরিসংখ্যানেই তা জলের মতো পরিষ্কার। এদিন রাজ্যে রাজ্যে রেশন ব্যবস্থা সংক্রান্ত অভিযোগের পরিসংখ্যান সংসদে পেশ করেন খাদ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সালের জুন পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে ১৭৮৬টি অভিযোগ এসেছিল রেশন নিয়ে। অভিযোগের সংখ্যা অনেক কম অন্য রাজ্যগুলির ক্ষেত্রে। মোদী সরকারের উক্ত পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছে, সারা দেশের রেশন দুর্নীতির তিনভাগের একভাগ হয়েছে যোগীরাজ্য। দ্বিতীয় স্থানে বিহার, অভিযোগের সংখ্যা ৭১৮টি। বাংলায় তুলনায় অভিযোগের সংখ্যা অনেক কম, ৩৮৩। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন পরিসংখ্যান যে শাসকদল বিজেপির মাথাব্যথা ফের বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।