সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জানালেন, গত দুর্গাপুজোয় বাংলার জনজোয়ার ছাপিয়ে গিয়েছে ব্রাজিলের রিও কার্নিভ্যালকে। আর সেই ভিড় সামলাতে রাজ্যের পুলিশের ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করেন মমতা। সপ্তাহ খানেক আগে শেষ হয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই পুজোয় রাজ্যে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু এ রাজ্য নয়, ভিন কাজ্য থেকেও দলে দলে মানুষ এসেছে বাংলায়। ব্যাপক জনসমাগম ঘটলেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুজোর সময়। আর আইনশৃঙ্খলা রক্ষার পুরো কৃতিত্ব পুলিশের। তাঁদের ভূমিকার প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো।
এদিন মমতা বলেন , “পরিবারকে সময় দেয়নি তারা। সুদক্ষভাবে ভিড় সামলেছেন। এবারের ভিড় বিশ্বের সবচেয়ে বড় উৎসব ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে।” পাশাপাশি, এবার থিমের দিক থেকে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা, এমনই দাবি করলেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি ভার্চুয়ালি প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম, এটা হয়নি, ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা।” এর পর মজার ছলে মুখ্যমন্ত্রীর সংযোজন, “অরূপ-দেবা-ববিকে জিজ্ঞেস করছিলাম, এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।” সবমিলিয়ে এদিন বাংলার দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মমতা। একইসঙ্গে পরিস্থিতি দক্ষ হাতে সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসায় মুখর হন মুখ্যমন্ত্রী।