আজ, সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১০০ দিনের বকেয়া নিয়ে ফের মোদী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, “আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।” উল্লেখ্য, আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নামবদল করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করাকেই কটাক্ষ করেন মমতা। এখানেই শেষ নয়, মমতা বলেন, ইসরো কিছু করলেও সেই কৃতিত্ব আদায়ের চেষ্টা করে মোদী সরকারই।
পাশাপাশি, মমতা আরও বলেন, “একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পায় রাজ্য। কাজ করেও দিনমজুররা অর্থ পাননি। আবাস যোজনার বকেয়া দেয় না কেন্দ্র। উলটে জিএসটির নাম করে সব ট্যাক্স তুলে নিয়ে যায়।” উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার ধরনা দিয়েছে তৃণমূল। দলীয় সেই কর্মসূচিতে শামিল ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা। এমনকী বকেয়া আদায়ের লক্ষ্যে ‘দিল্লী চলো’ ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারপরও বরফ গলেনি। এরপর গত পয়লা নভেম্বর কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মমতা। আগামী ১৬ই নভেম্বর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে নেতা-মন্ত্রীদের নিয়ে সভার ডাক দেন তিনি। সেখান থেকেই পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।