সমাপ্তি ঘটেছে দুর্গোৎসবের। তবে বিজয়ার আবহেও পুজোর রেশ এখনও অব্যাহত বাঙালিদের মনে। আর আজ কার্যত জনারণ্য দেখা গেল তিলোত্তমার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আমজনতার পাশাপাশি কার্নিভ্যাল দেখতে ভিড় জমালেন টলিউডের তারকারাও। শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি অংশ নিয়েছে রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত এই অনুষ্ঠানে।
উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জুন মালিয়া, লাভলি মৈত্র থেকে শ্রীতমা ভট্টাচার্য, বড়পর্দার সেলেবদের পাশাপাশি টেলিপর্দার জনপ্রিয় মুখরাও। পুলিশের বাইকের পিছনে বসে কার্নিভালের মঞ্চ অবধি যেতে দেখা গেল প্রসেনজিৎকে। মমতাকে দেখেই এগিয়ে এলেন দেব। খোশমেজাজে আড্ডা দিলেন তারকারা। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা বিনোদন-দুনিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক সর্বজনবিদিত। রাজনীতির ব্যস্ততার ফাঁকে সময় পেলেই সিরিয়াল কিংবা সিনেমা দেখতে ভালোবাসেন মমতা। রীতিমতো সিনেমা, সিরিয়ালের চরিত্রেদের নামও মনে রাখেন তিনি। দুটো বাংলা ধারাবাহিকের শিরোনাম সঙ্গীতও মুখ্যমন্ত্রীর লেখা।