দেশের মাটিতে প্রথমবারের মত ভারতের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হলো অস্ট্রেলিয়া। এশিয়ার কোন দলের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারের প্রথম লজ্জাও বরণ করলো অসিরা। এমন হারে হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা জানি, ভারতে গিয়ে সেখানকার আবহাওয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কতটা কঠিন। ঠিক সেরকমই, কঠিন সফরে এসে ওরা দুর্দান্ত ক্রিকেট খেলল। বিদেশের মাটিতে এসে সিরিজ জেতাটা মোটেও সহজ কাজ নয়।’
সিরিজ হারে দলের পারফরমেন্সে হতাশ পেইন। শেষ দুই টেস্টে ভালো খেলতে না পারাই সিরিজ হারের প্রধান কারন বলে মনে করেন পেইন, ‘শেষ দু’টি টেস্টে ভারতের সামনে আমরা লড়াই-ই করতে পারিনি। এতে সিরিজ জয়ের সুযোগ পেয়ে যায় ভারত। প্রথম টেস্টে অ্যাডিলেডে আমরা লড়াই করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগেনি। পার্থে জয়ের পরও আমরা ঘুড়ে দাঁড়াতে পারিনি। যোগ্য দল হিসেবেই ভারত সিরিজ জিতেছে। পুরো সিরিজেই ইতিবাচক ক্রিকেট খেলেছে কোহলির দল। সিরিজের শেষটা ছিল আমাদের জন্য চূড়ান্ত হতাশার।’