ইতিহাস গড়ার হাতছানি নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারত। সাম্প্রতিক ফর্ম, দলের পরিস্থিতি বিচারে স্বাগতিকদের থেকে নামেভারে অনেকখানি এগিয়েছিল বিরাট কোহলির দল। সেই তকমার মানও রেখেছে তারা। প্রথম ভারতীয় দল তো বটেই উপমহাদেশের প্রথম হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে কোহলিরা। প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমী, সবাই সোশ্যাল মিডিয়ায় সবাই জানালেন অভিনন্দন। ভারতীয় ক্রিকেটের এক গর্বের মুহূর্তের সাক্ষী হওয়ার উচ্ছ্বাস ঘিরে ধরল সবাইকে।
বৃষ্টির জন্য সিডনিতে ফলাফল হয়নি। তবে খেলা হলে অস্ট্রেলিয়ার পক্ষে হার বাঁচানো কঠিন হত। ৩-১ ফলে টেস্ট সিরিজ জেতার সোনার সুযোগ ছিল বিরাট কোহালির সামনে। যা না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ফলে টেস্ট সিরিজ জেতাও গর্বের। কোনও ভারতীয় দল এতদিন ধরে যা করে দেখাতে পারেনি, কোহালির সেটাই করলেন। যা অসাধ্যসাধন হিসেবেই চিহ্নিত হচ্ছে।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ভারত। অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরায় পার্থে। মেলবোর্নে সিরিজ ২-১ করে ভারত। সিডনি টেস্ট ড্র হল টিম পেনের দলকে অপমানের হাত থেকে বাঁচিয়ে। এর আগে এশিয়ার কোনও দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতেনি। এটাও নজির। ক্রিকেটমহল তার পর প্রশংসায় ভরিয়ে দিল কোহালিদের।
কোহলি বলেন, ‘আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে সু-উচ্চ সাফল্যের পিলার। ২০১১ সালে যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখন আমি ছিলাম দলের সর্বকনিষ্ট সদস্য। আমি দেখলাম মানুষ আমার চারদিকে ঘিরে ধরে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করছে। কিন্তু তখন আমি বুঝতে পারিনি তাদের আবেগ-অনুভুতি কতটা ছিল। অথচ, এ নিয়ে অস্ট্রেলিয়ায় আমার তৃতীয় সফর এবং এবার যা অর্জন করেছি, এর আগে এখানে তা অর্জন করতে পারিনি। আমি জানি অস্ট্রেলিয়ার মাটিতে বিষয়টা কতটা কঠিন।’