যাত্রী সুরক্ষার স্বার্থে এবার বিমানবন্দরের মতো রেলেও শুরু হতে চলেছে চেক ইন ব্যবস্থা। যাত্রা শুরুর অন্তত ২০ মিনিট আগে পৌঁছতে হবে নির্দিষ্ট রেলওয়ে স্টেশনে। না হলে আটকে যেতে পারে ট্রেনে ওঠাই। সংশ্লিষ্ট যাত্রীকে না নিয়েই চলে যেতে পারে ট্রেন। সূত্রের খবর দেশ জুড়ে ২০২টি স্টেশনে এমন ব্যবস্থা চালু হতে চলেছে। যে তালিকায় রয়েছে শিয়ালদহ স্টেশনও। ভবিষ্যতে ধাপে ধাপে হাওড়া, খড়্গপুর-সহ অন্যান্য স্টেশনেও এই ‘চেক ইন’ চালু হবে।
নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরের মতো স্টেশনের প্রতিটি প্রবেশপথে বিশেষ ‘সিকিয়োরিটি গেট’ বসানোর কথা ভাবা হচ্ছে। স্টেশন চত্বরে সিসি ক্যামেরা বাড়ানোর পাশাপাশি যাত্রী এবং তাঁদের মালপত্রও বেশ কয়েক বার যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় বসানো হবে ‘রিয়েল-টাইম ফেস রিকগনিশন’ সফটওয়্যার। এই প্রযুক্তিতে যদি কোনও দাগি অপরাধীকে শনাক্ত করা যায়, অবিলম্বে সেই খবর চলে যাবে আরপিএফের কাছে। এই যাচাই পরীক্ষা চালাতেই ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগে যাত্রী উপস্থিতি নিশ্চিত করার কথা ভাবা হয়েছে।
জানা গেছে প্রধানত রেলওয়ে স্টেশন ‘সিল’ বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ রেল স্টেশনে ঢোকার কতগুলি প্রবেশ পথ রয়েছে, তা আগে চিহ্নিত করা হচ্ছে। তারপর দেখা হচ্ছে সেগুলির মধ্যে কত প্রবেশ পথকে ‘সিল’ করে দেওয়া সম্ভব। কিছু অংশকে সীমানা প্রাচীর দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। কিছু প্রবেশ পথে বসানো হবে কোলাপসিবল গেট। আর বাকিগুলিতে মোতায়েন করা হবে পর্যাপ্ত সংখ্যায় আরপিএফ পার্সোনেল।