উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় রাজনীতির অঙ্ক বেশ জটিল। এখানে তৃণমূলের আধিপত্য থাকলেও এই জেলায় বিজেপিরও খানিকটা প্রতিপত্তি আছে। ২০১৮-তে এই জেলার একাধিক পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে এই জেলা থেকেই সাংসদ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনে ফলাফল হয় সমান সমান। তিন আসনে বিজেপি, তিন আসনে তৃণমূল। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এই জেলারই হরিরামপুরের বিধায়ক।
প্রসঙ্গত, দেশভাগের পর গঠিত হয় পশ্চিম দিনাজপুর জেলা। পরে সেটাই আবার দু ভাগে ভাগ হয়। দক্ষিণ অংশের নাম হয় দক্ষিণ দিনাজপুর। মৌর্য, গুপ্ত ও পাল বংশের অনেক ইতিহাসের সাক্ষী এই জেলা। শোনা যায়, দিনরাজ নামে এক ব্যক্তি দিনাজপুর রাজ পরিবার প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজ পরিবারের নাম অনুসারে এই দিনাজপুর। উত্তরবঙ্গের এই জেলার আয়তন ২ হাজার ১৬২ বর্গ কিলোমিটার। এই জেলার জনসংখ্যা ১৬ লক্ষ ৭০ হাজার ৯৩১। জেলায় শিক্ষার হার ৭৩.৮৬ শতাংশ।
এই জেলায় পঞ্চায়েত সমিতি রয়েছে ৮টি। আসন সংখ্যা ১৮৯। যার মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১৬৪ আসনে। বিজেপি ২৪টি আসন পেয়েছে। এবং বামেদের দখলে গেছে ১টি আসন। জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে মোট ৬৪টি, আসন সংখ্যা ১৩০৮। যার মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ৮৭১ আসনে। বিজেপি পেয়েছে ৩৩৫ আসন। এবং বাম ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৬৫ ও ১৩টি আসন। অন্যদিকে, জেলা পরিষদের ২১টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।