গতকার ভরদুপুরেই কেঁপে উঠেছিল ভূস্বর্গ। এরপর মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল অবধি পর পর তিনবার ভূমিকম্প হয়েছে সেখানে। ২৪ ঘণ্টায় চারবার প্রাকৃতিক দুর্যোগে ঘুম ছুটেছে উপত্যকার বাসিন্দাদের। একের পর এক কম্পনে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই শিশু-সহ ৫ জন আহত হয়েছে বলেও জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে ২টো বেজে ২০ মিনিট নাগাদ নতুন করে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরা। এরপর বুধবার সকাল সকাল ৭টা ৫৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৫। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আধ ঘণ্টা পরেই চতুর্থ কম্পন অনুভূত হয় সকাল ৮টা বেজে ২৯ মিনিটে নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৩। ভূমিকম্পের উৎসস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, পর পর ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরে আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি।