এবার গভীর রাতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে মত্ত অবস্থায় তাণ্ডব চালাল। পাঁচ জন। দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা হয়, তাঁদের গাড়িতে টেনে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এক ছাত্রকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রাতেই হইচই শুরু হয়ে যায় ক্যাম্পাসে। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় দিল্লি মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। মহিলা কমিশনের তরফ থেকে বলা হয়েছে, যৌন হেনস্থা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে একসময় কাজ করত জিএসক্যাশ। যৌন হেনস্থা রুখতে এই কমিটি গঠন করা হয়েছিল। পরে সেই কমিটি ভেঙে দেওয়া হয়। সেই কমিটি সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠিয়েছে কমিশন। ক্যাম্পাসে লাগাতার হতে থাকা শ্লীলতাহানির ঘটনা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা-ও জানতে চেয়েছে তারা।
পড়ুয়াদের অভিযোগ, গভীর রাতে মত্ত অবস্থায় গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে তাণ্ডব চালায় পাঁচ ব্যক্তি। দুই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা হয়। ওই দুই ছাত্রীর অভিযোগ, রাতের খাওয়া সেরে তাঁরা ক্যাম্পাসের ভেতরে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ একটি গাড়ি এসে তাঁদের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসেন পাঁচ মত্ত যুবক। এবং দুজনকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। এমনকী তাঁদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। এরপরই ওই ছাত্রীদের চেঁচামেচি শুনে সকলে ছুটে আসে। এক ছাত্র বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও মারধর করা হয়। দু’টি ঘটনাতেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।