রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছিলেন আগেই। শোনা যাচ্ছিল, সৌদি প্রো লিগের দল আল-ইতিহাদে সই করতে পারেন তিনি। অবশেষে সত্যি হল সেই জল্পনা। আগামী দু’ বছরের জন্য সৌদি আরবের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন করিমা বেঞ্জেমা। প্রতি মরশুমে প্রায় ২০ কোটি ইউরো পাবেন ফরাসী তারকা। উল্লেখ্য, এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে আল-ইতিহাদ। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে ১৪ বছর ছিলেন বেঞ্জ। ২০০৯ সালে সই করেছিলেন স্পেনের বিখ্যাত ক্লাবে। খেলেছেন ৬৫৪ ম্যাচে। গোল করেছেন ৩৫৪টি। রিয়ালের হয়ে বেঞ্জেমা জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা ও ৩টি কোপা দেল রে। ব্যালন ডি অর জয়ী বেঞ্জেমাকে সই করানো বড় পদক্ষেপ হিসেবেই মনে করছে আল ইতিহাদ “এখনও পর্যন্ত ক্লাবের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ট্রান্সফার। সৌদি প্রো লিগের জার্নিতে এটা বিরাট এক পদক্ষেপ। বিশ্ব ফুটবলের অন্যতম গন্তব্য হিসেবে মান্যতা পাবে সৌদি প্রিমিয়ার লিগ”, এমনটাই জানানো হয়েছে ক্লাবের তরফে।
এপ্রসঙ্গে বেঞ্জেমা জানিয়েছেন, ”ভিন দেশের এক নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জনের জন্য মুখিয়ে রয়েছি। ইউরোপে এবং স্পেনে খেলে দুর্দান্ত কিছু জিনিস অর্জন করতে পেরেছি। নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু পরিকল্পনায় নামার এটাই সবথেকে সঠিক সময়। আমার দলের নতুন সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একসঙ্গে মিলে সৌদি আরবের ক্লাবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।” উল্লেখ্য, একসময়ে রিয়ালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ছিলেন বেঞ্জেমা। এবার সৌদি লিগের দুই দলে দেখা যাবে দুই তারকাকে। তাঁদের দ্বৈরথ উপভোগ্য হবে বলে আশাবাদী ফুটবলমহল।