রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাসের শাশপুর আশিনপুর দিঘির মাঠে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সভায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল এক তৃণমূলকর্মীর। ওই দুর্ভাগ্যজনক ঘটনার খবর শুনেই উত্তরবঙ্গ থেকে মৃত ও আহত কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও স্ত্রীকে চাকরির আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে শশী পাঁজা বাথানিয়া গ্রামে ওই তৃণমূলকর্মীর বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি ও দেবাংশু ভট্টাচার্য। দলের পক্ষ থেকে তাঁরা মৃত সামেদ মল্লিকের পরিবারের পাশে দাঁড়াবার আশ্বাস দেন। প্রসঙ্গত, রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাসের শাশপুর আশিনপুর দিঘির মাঠে তৃণমূলের সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই ঝড়বৃষ্টি শুরু হয়। সভায় আসা অনেকেই একটি বটগাছের তলায় আশ্রয় নেন। তাঁদের মধ্যে সামেদও ছিলেন। ঠিক সেই সময়ই আচমকা বাজ পড়ে। ওই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সামেদ মল্লিকের। গুরুতর আহত হন আরও ১০ জন তৃণমূল কর্মী-সমর্থক।