মালদহে গিয়ে আমসত্ত্ব খেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেলার প্রসিদ্ধ আমসত্ত্ব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে এবার সরাসরি তাঁর ধরনা মঞ্চে হাজির হল সায়ন্তিকা। বাবাকে সঙ্গে নিয়ে সে ফের দেখা করতে এল দিদির সঙ্গে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সৌজন্য আবার পড়াশোনা করছে দুই দিদি। যে পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, তাই আজ বহাল তবিয়তে চলছে মুখ্যমন্ত্রীর চালু করা কন্যাশ্রী প্রকল্পের কারণে। দুই দিদি আজ পড়ছে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে সাইকেল চালিয়ে মালদহ থেকে কলকাতার কালীঘাটে এসেছিল ৮ বছরের ছোট্ট সায়ন্তিকা। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিল মালদহের বিখ্যাত আমসত্ত্ব। পাল্টা সায়ন্তিকাকেও রিটার্ন গিফট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সায়ন্তিকা এবার হাজির হয়েছে রেড রোডে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চের পাশেই দেখা গেল তাকে। গত কয়েক মাস আগেই সায়ন্তিকার খবর প্রকাশ্যে আসে। মুখ্যমন্ত্রীর জন্য আমসত্ত্ব নিয়ে একরত্তি মালদহ থেকে কলকাতা আসছে সাইকেল চালিয়ে, এই খবরেই অনেকে চমকে উঠেছিলেন। বাস্তবে হলও তাই। মালদহ জেলার ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লীর বাড়ি থেকে কলকাতার কালিঘাটের পথে রওনা দিয়েছিলেন সায়ন্তিকা। তবে একা অবশ্যই নয়। সঙ্গে ছিলেন বাবা প্রদীপ দাস ও মা উমা দাস। দুইজনই অবশ্য মেয়ের এহেন কীর্তিতে রীতিমত গর্বিত।