দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন সুকান্তরা। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। তবে আপাতত প্রধানমন্ত্রীর দেখা পাচ্ছেন না তাঁরা। হ্যাঁ, বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী।
তাঁর পরিবর্তে বাংলার সাংসদেরা বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কিন্তু কেন সময় দিয়েও বাংলার গেরুয়া সাংসদদের সঙ্গে দেখা করলেন না মোদী? প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, বিশেষ কারণেই মঙ্গলবার রাতে বাংলার সাংসদের সঙ্গে বৈঠকে বসতে পারছেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল হওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশ সুকান্ত মজুমদাররা।
