তাঁর বাড়ি থেকে বেশকিছু সরকারি নথি নিয়ে গিয়েছিল ইডি। যা নিয়ে আগেই সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইডির বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী সঞ্জয় বসু। চাইলেন রক্ষাকবচও। মঙ্গলবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামিকাল জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীর আবেদনের শুনানি।
প্রসঙ্গত, ভুয়ো অর্থলগ্নি সংস্থার একাধিক মামলায় আইনজীবী ছিলেন সঞ্জয় বসু। সেই সূত্র ধরেই ১ মার্চ তাঁকে দিনভর বাড়িতে বসিয়ে জেরা করেছে ইডি। প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়িতে। বুধবার ফের সঞ্জয় বসুকে ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন সরকারি প্যানেলভুক্ত আইনজীবী।
সঞ্জয় বসুর অভিযোগ, তাঁকে বারবার তলব করে হেনস্তা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বিষয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তিনি। ইডির পক্ষ থেকে দু’দিনের সময়সীমা চায় আদালতে কাছে। বিচারপতি ইডির আবেদন নামঞ্জুর করেন। আগামিকাল অর্থাৎ বুধবার সকালে মামলার শুনানি।