এর আগে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁর পুত্র আরিয়ান খানকে। আর এবার আইনি বিপাকে শাহরুখ খানের স্ত্রী। এফআইআর দায়ের হল প্রযোজক-ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে। মুম্বইয়বাসী জসওয়ান্ত শাহ এই মামলা রুজু করেছেন গৌরীর বিরুদ্ধে।
অভিযোগকারীর বয়ান অনুযায়ী, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই সংস্থা তাঁর কাছ থেকে ৮৬ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্ল্যট দিতে পারেনি। লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকার তুলসিয়ানি গলফ ভিউয়ে অবস্থিত এই ফ্ল্যাট। জসওয়ান্তের অভিযোগ, যে ফ্ল্যাটটি তিনি চেয়েছিলেন, সেই ফ্ল্যাট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে।
