রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন জেলায় থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি। যার ফলে বিভিন্ন জায়গায় উত্তেজনার পরিবেশ তৈরি হল রবিবার। মাধ্যমিক পরীক্ষা চলার মাঝে এমন ঘটনায় বিজেপির রাজনৈতিক চেতনা নিয়ে উঠছে প্রশ্ন।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জীবন যাত্রা যাতে ব্যাহত না হয় সেই কারণে কোনও রকমের বনধ বা অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য আবেদন করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘন্টার বনধ প্রত্যাহার করে নেন বিনয় তামাং। কিন্তু পরীক্ষার্থীদের কথা না ভেবে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগে থানা ঘেরাওয়ের ডাক দেয় এদিন গেরুয়া শিবির।
উল্লেখ্য শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে বেশকিছু বন্দুক, অস্ত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ বিজেপির কর্মী সমর্থক। তারা তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করেছে এবং পুলিশকে মারধর করেছে। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী টহল দিচ্ছে।