কিছুদিন আগেই এক অমানবিক দৃশ্যের সাক্ষী থেকেছিল জলপাইগুড়ি। হাসপাতাল থেকে কোনও অ্যাম্বুল্যান্স না পেয়ে মৃত মায়ের দেহ কাঁধে তুলে নিয়েই হেঁটেছিলেন হতদরিদ্র ছেলে। সেই ঘটনার পর অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের অভিযোগের জেরে এবার গ্রেফতার করা হু স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসকে। তাঁকে গ্রেফতার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃত অঙ্কুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন অ্যাম্বুল্যান্স চালক সংগঠন।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ওইদিন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল মর্মান্তিক দৃশ্য। মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে বাধ্য হয়েছিলেন ক্রান্তির এক পরিবার। যদিও হাসপাতাল থেকে কিছুদুর যাবার পরই অঙ্কুর দাস নামে ওই যুবক এগিয়ে যান। অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ বাড়ি নিয়ে যেতে সাহায্য করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সংগঠন।
তাদের অভিযোগ, গোটা ঘটনা সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্য সরকারকে বদনাম করতেই মৃতের পরিবারকে ব্যবহার করে গোটা ঘটনা সাজিয়েছিলেন অঙ্কুর। তাদের যুক্তি, হাসপাতাল থেকে তিনশো মিটার দূরে অ্যাম্বুল্যান্স নিয়ে দাঁড়িয়ে ছিলেন অঙ্কুর। ওই যুবককে কিছুটা পথ মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যেতে বাধ্য করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল সেই ছবি ভাইরাল করা। অভিযোগ পেয়েই দেরি করেনি পুলিশ। তড়িঘড়ি অঙ্কুরকে গ্রেফতার করা হয়েছে।