ক্যারি ও’কিফ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সবখানে সব ধরনের মজা করতে নেই। প্রাক্তন এই লেগ স্পিনার ভারতের খেলোয়াড়দের নিয়ে এমন কিছু কৌতুক করেছেন যেগুলোর জন্য এখন ক্ষমাই চাইতে হচ্ছে। কিন্তু ঝড় থামেনি। বিরাট কোহলি পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন, ও’কিফ ঠিক কথা বলেনি।
মেলবোর্ন টেস্টে অভিষেক করা মায়াঙ্ক আগারওয়ালের রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি আছে। টেস্টের প্রথম দিন ফক্স স্পোর্টসে ও’কিফ ও মার্ক ওয়াহ ধারাভাষ্য দেওয়ার সময় ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রসঙ্গ ওঠে। ওয়াহ বোঝাচ্ছিলেন ভারতের ঘরোয়া ক্রিকেটে ৫০ গড় অস্ট্রেলিয়ায় কীভাবে ৪০ হবে। এ সময় আগারওয়ালকে নিয়ে ও’কিফ বলেন, ‘রেলওয়ে ক্যানটিন স্টাফদের বিপক্ষে সে ট্রিপল সেঞ্চুরি পেয়েছে।’ এ নিয়ে তুমুল সমালোচনার শিকার হয়েছেন ও’কিফ।
কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্ট খেলা ওই লেগি দেরিতে শিক্ষা নিয়েছেন। টেস্টের চতুর্থ দিনেও ভারতীয় খেলোয়াড়দের নাম নিয়ে মজা করেছেন ও’কিফ। এ নিয়ে চারপাশ থেকে ভীষণ চাঁচাছোলা মন্তব্য ধেয়ে আসায় শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন ও’কিফ। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। ও’কিফকে শেষ পাঠ দিয়েছেন স্বয়ং ভারতের অধিনায়ক কোহলি।
মেলবোর্নে ১৩৭ রানে জিতে সংবাদমাধ্যমকে কোহলি বলেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট দুর্দান্ত, যে কারণে জিতেছি। এই কৃতিত্ব অবশ্যই ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রাপ্য। ভারতে আমাদের ফাস্ট বোলারদের জন্য যা চ্যালেঞ্জ এবং বাইরেও কাজে লাগছে।’ জয় নিয়ে বলতে গিয়ে ঘরোয়া ক্রিকেট কাঠামো টেনে কোহলির এই মন্তব্যই বলে দেয় ও’কিফকে ড্রাইভ করতে তিনি কতটা মুখিয়ে ছিলেন! শুধু কোহলি নন, জাসপ্রীত বুমরাও প্রচ্ছন্নভাবে ও’কিফের ওপর রাগ উগরে দিয়েছেন। মেলবোর্নে ৯ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখা বুমরার উক্তি, ‘রঞ্জি ট্রফিতে আমরা প্রচুর ওভার বল করি এবং অনেক অনুশীলন করি। তাই অতটা শরীরী ধকল যায়নি।’