শনিবার এক দফায় সম্পন্ন হয়েছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে ব্যক্তিগত গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ করেছে। এই ঘটনা নির্বাচনী নিয়ম লঙ্ঘন করেছে বলেই দাবি করেছে কংগ্রেস।
হিমাচলের প্রধান নির্বাচন অফিসারের কাছে একটি অভিযোগে রাজ্য কংগ্রেসের আইন ও মানবাধিকার বিভাগ বলেছে যে ইভিএম মেশিনগুলি অননুমোদিত ব্যক্তিগত গাড়িতে স্ট্রংরুম নিয়ে যেতে দেখা গিয়েছে। রামপুর বিধানসভা কেন্দ্রর এই ঘটনাকে একটি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে দাবি করে কংগ্রেসের আইনি সেলের কার্যকারী চেয়ারম্যান প্রণয় প্রতাপ সিং।
তিনি বলেছেন যে প্রটোকল অনুসারে, এই জাতীয় মেশিনগুলিকে স্ট্রংরুমে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা যানবাহনগুলি নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারদের আগেই রিকুইজিশন করতে হবে। এর পরেই তিনি বলেছেন, ‘মেশিনগুলিকে একটি ব্যক্তিগত গাড়িতে স্থানান্তরিত করা হয়েছিল যার কোন পূর্বে রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের কাছ থেকে কোন অনুমোদন বা অনুরোধ ছিল না’।
সিইও-র কাছে কংগ্রেস দাবি করে বলেছে, ‘আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনি এই বিষয়টিকে যত তাড়াতাড়ি সম্ভব বিবেচনা করবেন, কারণ তা না করলে ক্ষমতাসীন বিজেপি দল নির্বাচনকে উপহাস করবে এবং শুধু নাগরিকদের মৌলিক অধিকারই খর্ব করবে না সেই সঙ্গেই ভারতের নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা এবং কার্যাবলীকেও খর্ব করা হবে’।