‘তৃণমূলের সঙ্গে যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে না, তারাই হিন্দু-মুসলমানে ভেদ করে বাংলাকে অশান্ত করতে চাইছে’। আজ শনিবার নদীয়ার জনসভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে স্লোগান তোলেন, ‘অনেক হয়েছে মোদী, ছাড়ো এবার গদি।’
নদীয়ার তেহট্টে ব্রিগেডের প্রচারসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের বিরুদ্ধে কামান দাগেন অভিষেক। বলেন, ‘চূড়ান্ত একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি। কে কি খাবে, পড়বে, তাও ঠিক করে দিচ্ছে ওরা’। এদেরকেই দেশছাড়া করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনগণকে একজোট হওয়ার আহ্বান জানান অভিষেক। দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে সরানোর ডাক দিয়ে অভিষেক বলেন, ‘নিজেদের দলের দূর্নীতি দেখে থাকতে না পেরে কংগ্রেসের একাধিক সৈনিক আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে এসে উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হয়েছেন।’
সিপিএমের বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি অভিষেক। বামেদের বিজেপির বি টিম বলে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘বাংলা থেকে বামেরা প্রায় মুছে গেছে। ত্রিপুরাতেও ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে বিজেপির বি টিম হয়ে কাজ করছে ওরা।’
নদীয়া জেলা থেকে ব্রিগেডের জনসভা ভরানোর আহ্বান জানিয়ে অভিষেক বলেন, ‘সাম্প্রদায়িক অসুর বিজেপিকে ভারতছাড়া করার জন্যই আমরা এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। ৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে যদি আমরা বাংলা ছাড়া করতে পারি, তাহলে মাত্র ৪ বছরের শিশু বিজেপিকেও ভারতছাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লীর বুকে ধর্মনিরপেক্ষ একটি সরকার তৈরি করতে পারব।’