মোদীর বিদেশ সফরে খরচ ২০২১ কোটি! তাও মাত্র ৪ বছরে! এবার প্রকাশ্যে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি রাজ্যসভায় এক সাংসদ প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এযাবৎ বিদেশ সফরে খরচ করেছেন কত টাকা? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই বা বিদেশ সফরে কত টাকা খরচ করেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং জানিয়েছেন, ২০১৪ সালের জুন থেকে ২০১৮ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ২০২১ কোটি টাকা। চ্যাটার্ড ফ্লাইট, বিমানের রক্ষণাবেক্ষণ এবং হটলাইনের জন্য ওই অর্থ খরচ করা হয়েছে।
একইসঙ্গে ভি কে সিং জানিয়েছেন, দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর চ্যাটার্ড ফ্লাইটের জন্য খরচ হয়েছিল ১৩৪৬ কোটি টাকা। যেখানে ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণের জন্য খরচ ১৫৮৩ কোটি ১৮ লক্ষ টাকা। চ্যাটার্ড ফ্লাইটের পিছনে খরচ ৪২৯ কোটি ২৫ লক্ষ টাকা। এবং হটলাইনের জন্য খরচ ৯ কোটি ১১ লক্ষ টাকা।
উল্লেখ্য, ২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ৫৫ মাসের মধ্যেই মোট ৯২টি দেশে ভ্রমণ করে ফেলেছেন তিনি। যার মধ্যে কয়েকটি দেশে তিনি একাধিকবার গিয়েছেন। তাঁকে নিয়ে মোট ৪৮ বার বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বিমান।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর চ্যাটার্ড ফ্লাইটের জন্য ২০১৪-১৫ সালে খরচ হয়েছিল ৯৩ কোটি ৭৬ লক্ষ টাকা। ২০১৫-১৬ সালে খরচ হয়েছিল ১১৭ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০১৬-১৭ সালের খরচ ৭৬ কোটি ২৭ লক্ষ টাকা এবং ২০১৭-১৮ সালের খরচ ৯৯ কোটি ৩২ লক্ষ টাকা। আর ২০১৮-১৯ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত এখনও খরচ হয়েছে ৪২ কোটি টাকার কিছু বেশি।
‘দেশে কৃষকরা যখন ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করছেন, তখন প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন।’ এমন অভিযোগ বারবারই করে থাকেন বিরোধীরা। ‘এনআরআই’ প্রধানমন্ত্রী বলেও কটাক্ষ শুনতে হয় মোদীকে। তবে এত ব্যঙ্গ-বিদ্রুপের পরও দেশ ভ্রমণের নেশা কমেনি তাঁর। ভাটা পড়েনি উৎসাহেও। তার মধ্যেই লোকসভা ভোটের আগে মোদীর সফরের এই বিপুল খরচ নিয়ে বিরোধীরা নতুন করে অস্ত্র পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।