উত্তরাখণ্ডের পর এবার ভয়াবহ বাস দুর্ঘটনা কেরালায়। ইতিমধ্যেই এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ পালাক্কাড জেলার ভাদাককেনচেরি অঞ্চলে একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পর্যটক বাসের। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের তালিকায় রয়েছে একাধিক পড়ুয়া।
কেরালার ব্যাসেলিয়স বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে একটি বাস এরনাকুলাম থেকে উটি যাচ্ছিল। অন্যদিকে, সরকারি বাসটির গন্তব্যস্থল ছিল কোয়েম্বাটোর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ব্যাসেলিয়স বিদ্যানিকেতনের পাঁচ পড়ুয়া, এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সরকারি বাসটির তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে ঘটনায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৩৮ জনকে। এদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
