অশনির প্রভাব কেটে ঝোড়ো হাওয়া বইছে প্রায় রোজই। সন্ধের দিকে ঝড় বৃষ্টিও হচ্ছে কলকাতায়। তবুও গরমের দাপট কমছে না। ওদিকে বর্ষা আসতেও এখনও ঢের অনেকটা দেরি। কবে কমবে এই অস্বস্তিকর গরমের দাবদাহ? মুখে মুখে এই একই প্রশ্ন সাধারণ মানুষের। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে তার সাথে সাথে বাড়বে গরম ও অস্বস্তিও। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। কাল শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও।
দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম ও মেঘালয়ে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে । আজ, শুক্রবার মিজোরাম ও ত্রিপুরাতেও অতি বর্ষণের সতর্কতা। এই দক্ষিণ-পশ্চিম বাতাসের কারণে বৃষ্টি হবে সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া। কলকাতায় রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। আজ, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি ওপরে। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি নীচে।