রাফাল বিতর্কে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে বিজেপি। এরই মধ্যে সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) রিপোর্ট তুলে বিতর্কের নয়া মোড় ঘোরানোর চেষ্টা করছেন কংগ্রেস নেতা তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান মল্লিকার্জুন খাড়গে। কিন্তু বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী স্পষ্ট জানিয়ে দিলেন, রাফাল নিয়ে সিএজি রিপোর্ট না পেলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করুন তিনি।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী বলেন, ‘পিএসি চেয়ারম্যান খারগের দাবি তিনি নাকি ক্যাগ রিপোর্ট পাননি। এটাকে সত্যি বলে ধরে নিলে তাঁর অবশ্যই আদালতে হলফনামা দায়ের করা কিংবা রিভিউ পিটিশন জমা করা উচিত’। সাংবাদিক সম্মেলনে রাহুলের পাশে বসে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন তিনি ক্যাগ–এর রিপোর্ট পাননি। তাঁর সেই অভিযোগের প্রেক্ষিতেই একথা বলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
শুধু তাই নয়, কংগ্রেস রাফাল চুক্তি নিয়ে সংসদে আলোচনা এবং যৌথ সংসদীয় কমিটির অধীনে তদন্তের দাবিতেও সরব হয়েছে।
