রবিবার বাংলার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ হল। নদীয়ার শান্তিপুরে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল। পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে মাটিতে ফেলে মারধর করা হয় তৃণমূল প্রার্থীকে। অভিযোগের তির সিপিএমের দিকে। ঘাসফুল প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায়ের অভিযোগ, সিপিএম প্রার্থী দীর্ঘ ক্ষণ ধরে হুমকি দিচ্ছিলেন। প্রতিবাদ করতে গেলে আক্রমণ করেন। তার পর তাঁকে মাটিতে ফেলে জুতো দিয়ে মারা হয়।
যদিও এই অভিযোগ অস্বীকার করেন বাম প্রার্থী মৌমিতা মাহাতো দাস। পাল্টা তিনি শাসকদলের বিরুদ্ধেই অশান্তি ছড়ানোর অভিযোগ করেন। এই ঘটনার ফলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বাম কর্মীদের জমায়েত তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।