বিধানসভা ভোটের আগে যুবদের সংগঠন মজবুত করতে সক্রিয় ত্রিপুরা তৃণমূল কংগ্রেস ৷ আগামী ২ মার্চ থেকে ত্রিপুরায় শুরু হতে চলেছে যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলন৷ ইতিমধ্যেই ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূলের বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২ মার্চ থেকে রাজ্যের সাতটি প্রশাসনিক জেলায় দলের যুব সম্মেলন করা হবে।
২০২৩ সালের বিধানসভা ভোটকে সামনে রেখেই গোটা ত্রিপুরায় দলের সব স্তরের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১১ দফা দাবিকে সামনে রেখেই আন্দোলনে নামছে যুব তৃণমূল কংগ্রেস। এর মধ্যে শূন্যপদে নিয়োগ, ১০৩২৩ শিক্ষকের বিকল্প পুনঃবাসনের মতো ইস্যু থাকতে চলেছে। ইতিমধ্যেই কলকাতায় তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বিজেপি বিরোধীতায় বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন করা হবে।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্যের আহ্বায়ক সুবল ভৌমিক, ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য প্রকাশ দাস এবং অন্যান্য সিনিয়র দলের নেতারা সিপাহিজলা, খোয়াই, উত্তর ত্রিপুরা, ধলাই এবং গোমতি-সহ একাধিক জেলায় আয়োজিত সমাবেশের পাশাপাশি আগরতলায় ইতিমধ্যেই গণ ডেপুটেশন সমাবেশে উপস্থিত ছিলেন। সুবল ভৌমিক বলেছেন, ‘আমাদের এসসি নেতা প্রকাশ দাসের নেতৃত্বে, আমরা মহকুমা অফিসে একটি গণ ডেপুটেশন জমা দিয়েছি। আমাদের এসসি সেলের এই উদ্যোগটি প্রয়োজনীয় ছিল কারণ বিজেপি সরকার ২০১৮ সাল থেকে এসসি সম্প্রদায়ের লোকদের নির্যাতন করেছে। আমরা একটি ভাল জীবন চাই। আমাদের রাজ্যের এসসি সম্প্রদায়ের জন্য এবং যদি সরকার এই ডেপুটেশনে সাড়া না দেয়, তবে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব’।
দলটি আগরতলায় মহকুমা আধিকারিককে ১৫টি দাবি সমন্বিত একটি ডেপুটেশনেও জমা দিয়েছে। শিক্ষার সুযোগের অভাব থেকে জীবিকা নির্বাহের সমস্যা থেকে এসসি সম্প্রদায়ের সদস্যদের প্রতি বৈষম্য বৃদ্ধি পর্যন্ত, চার্টারটি রাজ্যের এসসি সম্প্রদায়কে ঘিরে মূল বিষয়গুলিকে তুলে ধরে।
সুবল ভৌমিক এবং অন্যান্যরাও সংসদীয় প্রতিনিধিত্বের বিষয়ে চাপ দিয়েছিলেন এবং সংসদে এসসি সম্প্রদায়ের জন্য একটি সংরক্ষিত আসনের আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে, রাজ্যে মাত্র দুটি লোকসভা আসন রয়েছে। প্রতি এলাকায় যথাযথ বিদ্যুৎ, রাস্তা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিকাঠামো নিশ্চিত করার পাশাপাশি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন দলটি আরও বলেছে যে সরকারকে বিভিন্ন উদ্দেশ্যে এসসি সম্প্রদায়ের দ্বারা গৃহীত ঋণগুলি সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।