তেলেঙ্গানায় টিআরএস ঝড়ে কার্যত উড়ে গেছে বিজেপি। আজ বৃহস্পতিবার মানুষের সমর্থনের মর্যাদা দিতে মানুষের জন্য কাজ করতে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও শপথ নিলেন।
নিউমেরোলজি এবং জ্যোতিষে বরাবরই বিশ্বাসী তিনি। আর এমন শুভ এক মুহূর্তেও সেই বিশ্বাসের জায়গা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ৪ মিনিট পিছিয়ে দেন তিনি। জানা গেছে, শপথ গ্রহণের অনুষ্ঠানের সময় ছিল বেলা ১টা ৩০মিনিটে। কিন্তু ইয়াদ্রি মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মী নারায়ণ আচার্য নাকি কে সি রাওকে জানিয়েছিলেন ওই সময়টি ঠিক চার মিনিট পিছিয়ে দেওয়ার কথা।
রাজ্যের মানুষের জন্যে আরও একবার কাজ করার এই গুরু দায়িত্বে কোনও অশুভ ছায়া আসতে দিতে চাননা রাও। মানুষই তাঁকে এই সম্মান দিয়েছেন তাঁদের জন্য কাজে কোন বিঘ্নই যাতে না আসে তাই তিনিও ওই সময়কেই মান্যতা দিয়েছেন। ফলে আজ ঠিক ১টা ৩৪ মিনিটে শপথ নিলেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ই এস এল নরসিমহান। হায়দ্রাবাদের রাজভবনেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান হল। রাওয়ের সঙ্গে আরও দু’জন মন্ত্রী আজ শপথ নিলেন।
তিনি পাঁজি মানুন বা না মানুন মানুষ কিন্তু তাঁর সঙ্গেই আছেন এবং পরেও যে থাকবেন এই ভরসা ভোটের বোতামেই বলে দিয়েছেন তাঁরা। সেই ভরসা সঙ্গে নিয়েই বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন তিনি। তিনি বলেছেন পরবর্তী লোকসভা নির্বাচনে প্রাণপণে বিজেপি বিহীন কেন্দ্র গড়ার লক্ষ্যে এগোবেন তাঁরা।