নোটবন্দী ও জিএসটির মতো সাংঘাতিক সব পদক্ষেপ নেওয়ার পর থেকেই কেন্দ্রের ওপর খাপ্পা ব্যাবসায়িক মহল। এবার কৃষিজাত পণ্য রপ্তানি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল রাজ্যে রপ্তানিকারকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন।
সোমবার এক অনুষ্ঠানে কেন্দ্রের কড়া সমালোচনা করে তারা বলে, কলকাতা থেকে কাঁচা শাক সবজি বিদেশে রপ্তানি করেন এ রাজ্যের বহু কৃষক। এটি অনেক কৃষক এবং রপ্তানির সঙ্গে যাঁরা জড়িত, তাদের কাছে রোজগারের একমাত্র মাধ্যম। অথচ এটিকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সচেষ্ট নয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক অঙ্কুশ সাহার অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকার বলছে ২০২২-এর মধ্যে দেশের কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেওয়া হবে। এটা যদি করতে হয়, তবে তাদের ফসল বেশি করে বিক্রি করতে হবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য চিত্র। পরিসংখ্যান দেখলে দেখা যাবে, বিদেশে কৃষিজাত পণ্য রপ্তানি কমে আসছে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপের বাজারে যে ভারতীয় সবজিগুলি নিষিদ্ধ হয়ে গিয়েছিল সেগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু সরকারের প্রয়োজনীয় শংসাপত্রের অভাবে এগুলি বিদেশে রপ্তানি করা যাচ্ছে না। যেমন ২০১৭-র সেপ্টেম্বর দিয়েই কলকাতা থেকে পান রপ্তানি বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা আবার চালু করতে যে পদক্ষেপ করা দরকার, কেন্দ্র তা করছে না।’ এমন অসহযোগিতার বিরোধীতায় তারা এবার আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশনের তরফে।