দেশে পেট্রোল-ডিজেলের দাম এখনও চড়া। আজ নিয়ে ৫৩ দিন কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম রয়েছে একই। দাম না কমায় চড়া হারে পেট্রল-ডিজেল কিনতে গিয়ে ব্যাপক চাপে মধ্যবিত্ত।
অন্যদিকে, বিশ্ববাজারে ক্রুড অয়েল কিন্তু সস্তাই রয়েছে। অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি রয়েছে ৭৩ ডলারের কাছাকাছি। গত নভেম্বরের শুরুতে এই দাম ছিল ৮৪ ডলার। এরপর ব্যারেল প্রতি ১১ ডলার কমলেও দেশে তার প্রভাব পড়েনি।
কলকাতায় পেট্রলের দর এখনও ১০০-এর উপরে। তিলোত্তমা নগরীতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৯ টাকা ৭৯ পয়সা।
রাজধানী শহরে আজ জ্বালানির দাম অপরিবর্তিত। লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ৯৫.৪১ টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৬.৬৭ টাকা।
দক্ষিণের শহরেও পেট্রলের দাম ১০০-এর উপরেই। চেন্নাইতে আজ প্রতি লিটার পেট্রলের দাম ১০১.৪০টাকা। লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৯১.৪৫ টাকা।
মেট্রো শহরের মধ্যে মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম সবচেয়ে বেশি। বাণিজ্যনগরীতে লিটার প্রতি পেট্রলের দাম ১০৯.৯৮টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৪.১৪ টাকা।